সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :

সুদানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক :
  • প্রকাশিত সময় : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ১৮৮ পাঠক পড়েছে

ক্ষমতায় ফেরার কয়েক সপ্তাহের মধ্যে পদত্যাগ করলেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক।

অক্টোবরে সেনাবাহিনী ক্ষমতা দখল করে প্রধানমন্ত্রী হামদককে গৃহবন্দি করেছিল, কিন্তু অভ্যুত্থানের নেতাদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির একটি চুক্তি করে নভেম্বরে পদ ফিরে পেয়েছিলেন তিনি।

অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীরা ওই চুক্তি প্রত্যাখ্যান করে পুরোপুরি বেসামরিক রাজনৈতিক শাসনের দাবিতে প্রতিবাদ অব্যাহত রাখে।

দেশজুড়ে ব্যাপক প্রতিবাদের মুখে রোববার পদত্যাগের ঘোষণা দেন হামদক। এ দিন প্রতিবাদ চলাকালে অন্তত দুই জন নিহত হন বলে চিকিৎসকদের বরাতে জানিয়েছে বিবিসি।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে হামদক বলেন, “সুদান একটি বিপজ্জনক মোড়ে আছে যা এর সম্পূর্ণ অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে।”

দেশকে ‘বিপর্যয়ে পড়া’ থেকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন জানিয়ে তিনি বলেন, “যা কিছু করা হয়েছে তার সবকিছু ঐক্যমত্যে পৌঁছানোর জন্য করা সত্ত্বেও সেটি হয়নি। আমি এই দায়িত্ব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং প্রধানমন্ত্রী হিসেবে আমার পদত্যাগ ঘোষণা করছি আর অন্য কোনো পুরুষ বা নারীকে এই মহান দেশকে ক্রান্তীকালীন সময় পার করে বেসামরিক গণতান্ত্রিক দেশে উত্তরণে সাহায্য করার সুযোগ দিচ্ছি।”

 

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580