অগ্নিকাণ্ডের মামলার গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানির জন্য অভিযান-১০ লঞ্চের তিন মালিককে কারাগার থেকে আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন নৌ আদালত।
আজ মঙ্গলবার নৗ আদালতের বিচারক জয়নাব বেগম মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছেন। আসামিরা হলেন- হামজালাল শেখ (৫৫), মো. শামীম আহমেদ (৪৩) ও মো. রাসেল আহম্মেদ (৪৩)।
এ সম্পর্কে রাষ্ট্রপক্ষের নৌপরিবহন অধিদপ্তরের প্রসিকিউটিং অফিসার বেল্লাল হোসাইন জানান, ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় উক্ত আসামিরা পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়ে হাজতে আছেন। তাই তাদের নৌ-আদালতের মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আবেদনের শুনানির জন্য আগামী ১৯ জানুয়ারি আদালতে হাজির করতে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন।
এর আগে এ মামলায় আত্মসমর্পণ করে মামলার ৬ নম্বর আসামি লঞ্চের ইনচার্জ চালক মো. মাসুম বিল্লাহ ও ৮ নম্বর আসামি দ্বিতীয় চালক আবুল কালাম, ৫ নম্বর আসামি মাস্টার ইনচার্জ রিয়াজ সিকদার এবং ৭ নম্বর দ্বিতীয় মাস্টার মো. খলিলুর রহমান কারাগারে রয়েছেন।
গত ২৩ ডিসেম্বর রাতে ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে ঝালকাঠির সুগন্ধা নদীতে থাকা অবস্থায় ভয়াবহ আগুনে পুড়ে যায় লঞ্চ অভিযান-১০। ওই ঘটনায় এ পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে এবং আহত ও দগ্ধ হয়েছেন অন্তত ৮০ জন। রাত ৩টার দিকে যখন চলন্ত লঞ্চে আগুনের সূত্রপাত হয়, যাত্রীদের বেশির ভাগই তখন ঘুমিয়ে ছিলেন। লঞ্চটি তখন না থামিয়ে ওই অবস্থায় চালিয়ে নেওয়া হয় অনেকটা পথ। একপর্যায়ে নদীর মধ্যে পুরো লঞ্চ জ্বলতে থাকে।
ওই ঘটনায় সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান পরিদর্শক শফিকুর রহমান বাদী হয়ে গত ২৬ ডিসেম্বর মতিঝিলের নৌ-আদালতে মামলা দায়ের করেন। সেখানে লঞ্চের মালিক হামজালাল শেখসহ আটজনকে আসামি করা হয়। পরে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।