আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে তৈমুর আলম খন্দকারের বিজয়ের কোনো সম্ভাবনা নেই। বিষয়টি অনুধাবন করতে পেরে পরাজয়ের গ্লানি ঢাকতে আগেই তৈমুরকে দল থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। তৈমুরের অব্যাহতির পদক্ষেপ বিএনপির ধারাবাহিক ব্যর্থতার আরো একটি ধাপ।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
গণমাধ্যমকর্মী আইন প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির শাসনামলে গণমাধ্যমকর্মীদের শ্রমিক বানিয়ে দেওয়া হয়েছিল। গণমাধ্যমকর্মী আইনে সেটির নিরসন করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা করে মূল বিষয় ঠিক রেখেই আইনটি তৈরি হয়েছে। গণমাধ্যমকর্মীদের জন্যই গণমাধ্যম পাস করা হবে। এরই মধ্যে আইনমন্ত্রী আইনটির অনুমোদন করেছেন। পরে সেটি রাষ্ট্রপতির কাছে যাবে। সেখানে থেকে সংসদে সবার মতামতের ভিত্তিতে আইনটি পাস করা হবে।
তিনি আরো বলেন, দেশের মানুষ উন্নয়ন বলতে শুধুমাত্র আওয়ামী লীগকেই বুঝে। মহান মুক্তিযুদ্ধের সপক্ষের দলটি স্বাধীনতার ও জনগণের কথা বলে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছেন এবং বিশ্ব নেতৃত্বের কাতারে পৌঁছে সবাইকে তাক লাগিয়েছেন। কিন্তু দেশের একটি দল আছে যাদের উন্নয়ন-অর্জন ভালো লাগে না এবং সহ্যও হয় না।
আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বহু সংগ্রাম করেছেন। তার সুযোগ্য কন্যা সেই ধারাবাহিকতায় কাজ করে চলেছেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা বেগম, টেলিপ্যাবের সভাপতি ইরেশ যাকের, সাধারণ সম্পাদক সাজু মোনতাসের, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন দোদুল, জহির আহমেদ, আনসারুল আলম লিংকন, দফতর সম্পাদক এ কে এম নাহিদুল ইসলাম নিয়াজী, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলম বাবলু, আর্কাইভ বিষয়ক সম্পাদক মীর ফখরুদ্দীন ছোটন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আইনুল ইসলাম চৌধুরী চঞ্চল প্রমুখ।