প্রধানমন্ত্রীর নির্দশনা অনুযায়ী এবং আন্তমন্ত্রণালয় কমিটির সুপারিশ মোতাবেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধানসহ নানা ধরনের সুবিধা প্রদানের দাবিতে আগামী ১০ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ছাত্র শিক্ষকরা।
আজ মঙ্গলবার কাকরাইলের আইডিইবি ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন আইডিইবি সভাপতি এ কে এম এ হামিদ, সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান, সহসাধারন সস্পাদক বজলুর রহমান, সিরাজুল ইসলাম, ইদ্রিস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
শামসুর রহমান লিখিত বক্তব্যে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, পেশাগত সমস্যা সমাধান, পদোন্নতির কোটা ৫০ ভাগে উন্নীত করা, ৩টি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, বিল্ডিংকোড সংশোধন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসি ইঞ্জিনিয়ারদের সমমানের সম্মান, শিক্ষক স্বল্পতা সমাধানসহ বেশ কয়েকটি দাবিতে মানব তারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবার অংশ হিসেবে তারা আগামী ১০ মার্চ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে।
দাবি আদায় না হলে পরবর্তীতে আরো জোরদার আন্দোলন সংগ্রামের ঘোষণা করা হবে বলে জানান তিনি।
ওই দিন প্রধানমন্ত্রী ও জেলা পর্যায়ে দাবিপত্র পেশ করা হবে ও পরবর্তী কর্মসূচি নেয়া হবে বলে জানান তিনি।