রিয়াল মাদ্রিদের জার্সিতে নিজের ১০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। আর সেই ম্যাচেই শেষ মুহূর্তে গোল করে লস ব্লাঙ্কোসদের হার থেকে বাঁচিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে পিছিয়ে পড়ে ১-১ ব্যবধানে ড্র করেছে রিয়াল।
সোসিয়েদাদের মাঠে ড্র করে শিরোপা ধরে রাখার উত্থান-পতনের অভিযান শুরু করেছিল রিয়াল। ঘরের মাঠে সেই সোসিয়াদাদের দলটির সঙ্গে আবারও পয়েন্ট ভাগাভাগি করে খেতাব লড়াইয়ের দৌড়ে ফের ধাক্কা খেল জিদানের দল৷ হার এড়ালেও শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করে রিয়াল। ২৪ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৫৮৷ আর এক ম্যাচ বেশি খেলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৩। ২৫ ম্যাচে একই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় দু’ নম্বরে রয়েছে বার্সেলোনা৷
আগের তিন রাউন্ডে জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা সোসিয়েদাদ শুরুটা দারুণ করেছিল। তবে ম্যাচের প্রথম ২০ মিনিটে কোনও দলই খুব ভালো সুযোগ তৈরি করতে পারেনি। এই সময়ে বেশ কয়েকটি ভুল পাস দেওয়া রিয়াল হঠাৎই যেন জেগে ওঠে। ২১ মিনিটে বাইলাইন থেকে লুকাস ভাসকেসের ক্রসে মারিয়ানো দিয়াসের হেড ক্রসবারে লাগে। রিয়ালের ভাগ্য খারাপ ছিল। ম্যাচে প্রাধান্য বিস্তার করে খেলেও সাফল্য পায়নি৷ প্রথমার্ধে দু’বার বারে আটকে যায় জিদানের দলের গোলের সম্ভাবনা। বিরতির পরও আক্রমণাত্মক শুরু করে সোসিয়েদাদ। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটের মাথায় পোর্তোর দুর্দান্ত হেডে এগিয়ে যায় তারা৷ নাচো মনরিয়েলের ক্রস থেকে হেডে গোল করেন পোর্তু। বল ক্রসবারে লেগে জালে জড়ায়।
কিছুক্ষণ পরই টনি ক্রসের শটে সমতায় ফেরার সুযোগ ছিল রিয়ালের। কিন্তু একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। হারের শঙ্কার মধ্যে থাকা রিয়ালকে শেষ মুহূর্তে উদ্ধার করেন বদলি হিসেবে নামা জুনিয়র। ৮৯ মিনিটে ভাসকেসের পাস থেকে ডান পায়ের শটে জালে বল জড়ান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। শেষ পর্যন্ত ১-১ গোলে ম্যাচ শেষ হয়৷ টানা চার ম্যাচ জয়ের পর পয়েন্ট হারানোয় দ্বিতীয় স্থানে ফিরতে পারল না রিয়াল মাদ্রিদ৷