টেলিভিশন সংবাদমাধ্যমে কর্মরত চিত্রগ্রাহকরাও সাংবাদিক। এই দাবীতে গণমাধ্যমকর্মী আইন ১৮ খসড়া আইন বিষয়, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু’র নিকট স্বারকলিপি পেশ করেন টেলিভিশন ক্যামেরাজার্নালিস্ট এসোসিয়েশন টিসিএ’র নেতৃবৃন্দ।
গণমাধ্যম কর্মী আইন পাশ হলে দেশের সাংবাদিকদের চাকরির সুরক্ষা নিশ্চিত হবে বলে জানিয়েছেন সাবেক তথ্যমন্ত্রী সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হাসানুল হক ইনু৷ দুপুরে গুলিস্তানে জাসদের অফিসে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন টিসিএ’র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। সংসদে পাশের অপেক্ষায় থাকা গণমাধ্যম কর্মী আইনে টেলিভিশনে চিত্র সাংবাদিকদের কলাকুশলী হিসিবে উল্লেখ করায় উদ্বেগ প্রকাশ করে,চিত্র সাংবাদিক হিসেবে মর্যাদা দেয়ার দাবি জানান নেতারা। হাসানুল হক ইনু বলেন, টেলিভিশনের সংবাদমাধ্যমের চিত্রগ্রাহকরাও সাংবাদিক৷ আইনে যদি ভিন্ন কিছু থাকে তা যাচাই বাছাই করে সংসোধন করে চিত্র সাংবাদিকের মর্যাদা দেয়া হবে বলে তিনি আশ্বাস দেন৷ আগামী সংসদের প্রথম অধিবেশনে এই আইনটি উত্থাপন করা হবে বলেও জানান ইনু৷
বৈঠকে উপস্থিত ছিলেন,টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি, শেখ মাহাবুব আলম,সাধারণ সম্পাদক, শহিদুল হক জীবন,সহ সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন,সহ সভাপতি মোঃ পিন্টু সিকদার,দপ্তর সম্পাদক আল মাসুম সবুজ,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন, মোশাররফ হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ।