অস্ট্রেলিয়ার সঙ্গীতে উল্লেখযোগ্য অবদান রাখায় মাইকেল গুডিনস্কিকে বলা হতো অস্ট্রেলিয়ার সঙ্গীতের ‘হৃদয়’। সেই হৃদয়কে হারিয়ে ফেলায় শোকের ছায়া নেমেছে দেশটির সঙ্গীত অঙ্গনে। ৬৮ বছর বয়সে গুডিনস্কি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আজ মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে বিবিসি অনলাইন। সোমবার রাতে মেলবোর্নে নিজ বাড়িতে মারা যান সঙ্গীত অঙ্গনের স্বনামধন্য এ ব্যক্তি। গুডিনস্কি অস্ট্রেলিয়ার বিখ্যাত রেকর্ড কোম্পানি মাশরুম রেকর্ডসের প্রতিষ্ঠাতা। ট্যুর প্রমোটার হিসেবেও পরিচিতি ছিল তার। অনেক বড় মাপের শিল্পীকে তিনি অস্ট্রেলিয়ায় নিয়ে আসতেন।
মাইকেল গুডিনস্কি স্থানীয় মেধাবী শিল্পীদের উঠে আসতে সহযোগিতা করেছেন। কাইলি মিনোগ ও জিমি বার্নসের মতো তারকা তৈরিতে অবদান রেখেছেন তিনি। তার নিজের মেয়ে কেটও একজন সঙ্গীতশিল্পী।
অস্ট্রেলিয়ার সঙ্গীতকে মাইকেল গুডিনস্কি প্রাণপণে ভালোবাসতেন, স্থানীয় সঙ্গীতকে বৈশ্বিক রূপ দিতে সবসময় ছিলেন সোচ্ছার। করোনার সময় কনসার্ট বন্ধ হয়ে গেলে তিনি সঙ্গীতের সরাসরি অনুষ্ঠান করেছেন টিভিতে। সঙ্গীতে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ ২০০৬ সালে অর্ডার অব অস্ট্রেলিয়ার মেম্বার ও মিউজিক ভিক্টোরিয়া অ্যাওয়ার্ডের হল অব ফেমে সম্মানিত হয়েছেন তিনি।