দীর্ঘদিন ধরে রোগী পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সে বহন করা হচ্ছিলো গাঁজার চালান। মাদক ব্যবসায়ীদের মধ্যেই কাউকে মুমূর্ষু রোগী সাজিয়ে গন্তব্যে পৌঁছে দেয়া হতো সেই চালান। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে একটি অ্যাম্বুলেন্স থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-৩)। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকরা হলেন- জাহাঙ্গীর (৩৩) ও জালাল (২২)।
মঙ্গলবার র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক জানান, কতিপয় মাদক ব্যবসায়ীরা অ্যাম্বুলেন্সে মুমূর্ষু রোগীর অভিনয় করে দাউদকান্দি থেকে মাদকের চালান নিয়ে আসছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালনো হয়। যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে ওই অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়।
আটকরা দীর্ঘদিন ধরে এই পন্থায় মাদক পরিবহন করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।