হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হ্যাঙ্গারে ঢোকানোর সময় ধাক্কা লেগে বিমান বাংলাদেশের দুটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমান দুটি হলো বোয়িং ৭৭৭ ও বোয়িং ৭৩৭। রোববারের (১০ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ধাক্কার পর উড়োজাহাজই দুটি অকেজো (গ্রাউন্ডেড) হয়ে রয়েছে। মেরামতের আগে উড়োজাহাজ দুটি উড়তে পারবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
জানা গেছে, হ্যাঙ্গারে আগে থেকেই বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি রক্ষণাবেক্ষণের জন্য রাখা ছিল। রোববার দুপুরে বোয়িং ৭৩৭ উড়োজাহাজটিও রক্ষণাবেক্ষণের জন্য সেখানে নেওয়া হচ্ছিল।
সে সময় বোয়িং ৭৩৭ এর সামনের অংশের সঙ্গে ভেতরে থাকা ৭৭৭ উড়োজাহাজের পেছনে অংশের ধাক্কা লাগে। এতে বোয়িং ৭৭৭ এর সামনের অংশে থাকা ওয়েদার রাডারটি ভেঙে যায়। আর বোয়িং ৭৩৭ এর পেছনের দিকের ভার্টিকাল স্ট্যাবিলাইজার ক্ষতিগ্রস্ত হয়। কর্মকর্তারা জানিয়েছেন, এসব যন্ত্র মেরামতে বিমানের পক্ষ থেকে বোয়িং কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে কী করে এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।