ইউক্রেন যুদ্ধের ন্যায্যতা প্রমাণ করতে গিয়ে ইতিহাস বিকৃতির চেষ্টা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এই মন্তব্য করেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, রাশিয়া যখন দ্বিতীয় বিশ্ব যুদ্ধের বর্ষ পূর্তি পালন করতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট তখন এই মন্তব্য করলেন।
দ্বিতীয় বিশ্ব যুদ্ধে নাৎসি বাহিনী বিরুদ্ধে বিজয়ের ৭৭তম বার্ষিকীতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, ইউরোপে ফের যুদ্ধের উন্মাদনা ছড়িয়ে পড়েছে। নিজেদের উচ্চ বাসনা চরিতার্থ করার জন্য ইতিহাসের স্মৃতিকে যারা বিকৃত করতে চায় তাদেরকে প্রতিহত করা উচিত।
ব্লিনকেন আরও বলেন, দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সমাপ্তি পালনের সময় যুদ্ধে নিহতদের প্রতি আমাদের পবিত্র একটি দায়িত্ব আছে। অতীতের সত্য বলতে, এখন যারা স্বাধীনতার জন্য লড়াই করছেন তাদেরকে আমাদের সহায়তা করা উচিত। বিশ্লেষকদের ধারণা, আগামী ৯ মে বড় কোনো ঘোষণা দিতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দিনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নাৎসি বাহিনীর আত্মসমর্পণের। যা রাশিয়ায় বেশ ঘটা করে পালন করা হয়।