বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের লিটুর স্ত্রী মহুয়া খায়েরের বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২ এর পরিচালক সৈয়দ ইকবাল স্বাক্ষরিত একটি আদেশে ২১ কর্মদিবসের মধ্যে সকল সম্পদের হিসেব দাখিল করার জন্য বলা হয়।
মহুয়া খাতুনের নিজের নামে এবং তার উপড় নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে-বেনামে যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও উহা অর্জনের বিস্তারিত দুদক প্রেরিত ছকের মাধ্যমে নোটিশ প্রদানকারী কর্মকর্তার নিকট দাখিল করতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা তথ্য প্রদান করলে দুর্ণীতি দমন কমিশন আইন ২০০৪ সালের ৫ নং আইনের ধারা ২৬ এর উপ-ধারা (২) মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার কথা উল্লেখ করা হয়।
ইতোপূর্বে ২০১৭ সালে দুদক পরিচালক সৈয়দ ইকাবালের নেতৃত্বে উপ-পরিচালক মোশারফ হোসেন মৃধা বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের লিটুকে জিজ্ঞাসাবাদ করেন বলে গণমাধ্যম সুত্রে জানা যায়।