গাজীপুরে একটি পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মাসুম সিকদার (৩৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আগুনে আহত হয়েছেন ৪২ জন। এদের মধ্যে দগ্ধ ১২ জনকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাঙনাহাটি এলাকায় অবস্থিত ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড নামের পোশাক কারখানার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মাসুম সিকদার ঢাকার দোহার থানার কুসুমহাটি এলাকার সূর্য শিকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ১০টার দিকে কারখানার কেমিক্যালের গুদামে আগুন দেখতে পান শ্রমিকরা। তারা কারখানা থেকে বের হতে চাইলে কর্তৃপক্ষ তাতে বাধা দেয়। এসময় পাশের ৫ তলা ভবনের কিছু শ্রমিক ও কর্মচারী আগুন নেভাতে গেলে কেমিক্যালের গ্যাসের গন্ধে অনেকেই জ্ঞান হারিয়ে ফেলেন। একপর্যায়ে গেট খুলে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এসময় আহত ও জ্ঞান হারানো শ্রমিকদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কারখানার অন্তত ৪২ জন শ্রমিক-কর্মচারীকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ১২ জনকে শেখ হাসিনা বার্ন ইউনিটে এবং ১০ জনকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হয়। এছাড়া ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ জানান, সকালে উপজেলার দক্ষিণ ভাঙনাহাটি এলাকায় ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড কারখানার টিনশেড গুদামে আগুন লাগে। কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দগ্ধ হয়ে কারখানাটির শ্রমিক মাসুম মারা যান।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, ওই কারখানায় সকালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভাতে সক্ষম হয়।