বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট নিজেকে ঘরবন্দি করলেন। ভারতীয় গণমাধ্যমের খবর, প্রেমী রণবীর কাপুর এবং সঞ্জয় লীলা বানশালি করোনায় আক্রান্ত হওয়ার পর নিজেকে ঘরবন্দি করে ফেলেন তিনি।
তবে আলিয়া ভাট এখনও করোনায় আক্রান্ত হননি বলেই জানা যায়। মূলত পরিচালক সঞ্জয় লীলা বানশালি এবং রণবীরের সঙ্গে যারা এই মুহূর্তে দেখা করেছেন, সবাইকে কোয়ারেন্টিনে থাকার অনুরোধ জানান পরিচালক।
দীর্ঘদিন ধরেই রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার লিভ ইন সম্পর্কের কথা শোনা যায়। ফলে রণবীর কাপুর করোনা পজিটিভ হওয়ার পর আলিয়াও নিজেকে ঘরবন্দি করে ফেলেছেন বলে খবর।
এদিকে আজ মঙ্গলবার সকালে নীতু কাপুর জানান, রণবীর করোনায় আক্রান্ত। এখন কোয়ারেন্টিনে রয়েছে। রণবীর কাপুর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন। নিয়মিত যোগ করে নিজেকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন বলেও জানান তার মা নীতু।