আইন অনুযায়ী যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দ রাখতে কেন নির্দেশ দেয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এছাড়া শিশু, প্রতিবন্ধী ও প্রবীণদের জন্য কেন সংরক্ষিত আসন বরাদ্দের নির্দেশ দেয়া হবে না- রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
রেল সচিব, স্বরাষ্ট্র সচিব ও ঢাকার ডেপুটি কমিশনারসহ সংশিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত একটি ভার্চুয়াল হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বুধবার এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আজমল হোসেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।
এর আগে রেলওয়ে আইনের ৬৪ ও ১১৯ ধারা বাস্তবায়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে গত ১৩ জানুয়ারি হাইকোর্টে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ পারভীন।
ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট আজ রুল জারি করে আদেশ দেন।