স্বাধীনতার ৫০ বছরে এই প্রথমবার মতো সংবাদ পাঠ করেছেন ট্রান্সজেন্ডার নারী তাসনুভা আনান শিশির। আন্তর্জাতিক নারী দিবসে বৈশাখী টেলিভিশনে প্রথম সংবাদ বুলেটিন উপস্থাপন করেন তিনি। এছাড়া বিনোদন অঙ্গনেও অবাধ বিচরণ আছে তাসনুভার। নাচ-গান ও অভিনয়েও বেশ পারদর্শী তিনি। দুটি চলচ্চিত্রে কাজ করছেন বলে অনলাইনকে জানান তাসনুভা নিজেই।
তাসনুভা আনান শিশির বলেন, ‘আমার হাতে ইতিমধ্যে দুটি সিনেমা আছে। একটি অরন্য মামুন পরিচালিত ‘কসাই’, অন্যটি হলো সাঈদ শাহরিয়ার পরিচালিত ‘গোল’। এই ফিল্ম দুটি শেষ করতে চাই। দুটি ছবিতে আমার চরিত্রটা অনেক চ্যালেঞ্জিং। এছাড়া আরও দুটি ছবির কথা হচ্ছে কিন্তু আমি চূড়ান্তভাবে কিছু বলিনি। আমি ভালো কিছু মানুষের সঙ্গে কাজ করতে চাই এবং ভালো চরিত্রে কাজ করতে চাই।’
‘কসাই’ ছবির পরিচালক অরন্য মামুন জানান, ‘কসাই’ চলচ্চিত্রে অভিনয় করেছেন রূপান্তরিত নারী তাসনুভা আনান শিশির। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্রে পুলিশের এক গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে কাজ করেছেন তিনি। ইতোমধ্যে ছবির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। শিগগিরই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।’
তার কথায়, ‘তাসনুভা আনান শিশির অসাধারণ অভিনয় করেন। ‘কসাই’ ছবিতে খুব ভালো কাজ উপহার দিয়েছেন। সবচেয়ে বড় কথা হলো তিনি খুব হেল্পফুল। আমার পড়ের ছবিতেও ওনাকে নিয়ে কাজ করবো।’