নারায়ণগঞ্জের ফতুল্লা মাসদাইরে একটি বাসায় জমে থাকা গ্যাসের আগুনে দগ্ধ মাহফুজুলের (১২) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত মাহফুজুলের বাড়ি শরীয়তপুর জেলায়। তার বাবার নাম মোহাম্মদ জামাল উদ্দিন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থশংকর পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ ছিল। আইসিইউতে দুপুর সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এর আগে বুধবার দিবাগত রাতে মোহাম্মদ বিশাল নামে আরেকজনের মৃত্যু হয়। এখনো চিকিৎসাধীন আরও চারজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
দগ্ধের আত্মীয় সুলতান জানান, সোমবার (৮ মার্চ) রাত পৌনে ১২টার দিকে মাসদাইরে একটি ভবনের ছয়তলার বাসিন্দারা কয়েল জ্বালান। এর কিছুক্ষণ পরেই পুরো ঘরে আগুন লেগে ওই পরিবারের ছয় জন দগ্ধ হন। সেসময় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়।
তিনি আরও জানান, ভবটি নতুন রং করা ছিল এবং রান্নাঘরে লিকেজ থেকে ছড়িয়ে পড়ার পর জমে থাকা গ্যাসে এই দুর্ঘটনা ঘটতে পারে।