সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। নিজ বাড়ি ফেঞ্চুগঞ্জে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
এর আগে আজ শুক্রবার বিকেল ৫ টায় ফেঞ্চুগঞ্জের কাশিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। দুপুরে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানা মাঠে তার মরদেহ নেয়া হয়। এরপর নিয়ে যাওয়া হয় নিজ বাড়িতে। সেখানে নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে শ্রদ্ধা জানায়।
এর আগে, গতকাল বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর আড়াইটায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনবারের এই সংসদ সদস্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
এর আগে, গত ৮ মার্চ অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। করোনার উপসর্গ থাকায় তার নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে। অবস্থার অবণতি হলে মঙ্গলবার তাকে আইসিইউতে নেয়া হয়।
মাহমুদ উস সামাদ চৌধুরীর জন্ম ১৯৫৫ সালের ৩ জানুয়ারি। মাহমুদ উস সামাদ চৌধুরী নবম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জয়লাভ করেন।
এছাড়া তিনি শেখ রাসেল শিশু কিশোর মেলার প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন।