বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উন্নয়নের গণতন্ত্র চলছে সরকারের পক্ষ থেকে এমন দাবি করা হলেও মেগা প্রজেক্ট দেখিয়ে দেশটাকে ফোকলা করে দেয়া হচ্ছে। প্রতিটি ক্ষেত্রে ভ্যাট বসিয়ে জনগণের টাকায় নিজেদের পকেট ভরছে সরকারের মন্ত্রীরা।
রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে দলের যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল রচিত কুপি বাতির গণতন্ত্র গ্রন্থের মোড়ক উম্মেচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। গ্রন্থটি প্রকাশনা করে জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা।
বিএনপির মহাসচিব বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে আমরা ভালো থাকতে পারিনা। হতাশা লাগে, চোখে পানি আসে, আমরা তাকে মুক্ত করতে পারছি না। আফসোস হয়, কোথায় গেলে তার মতো একজন নেতা পাবো যিনি গনতন্ত্রের জন্য নিজের জীবনের সব কিছু ত্যাগ করেছেন।
ফখরুল বলেন, রাজনীতিকে আজ এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে তা কুপি বাতি দিয়েও খুঁজে পাওয়া যাবে না। তিনি বলেন, আজ আমারা দিশেহারা। কোথায় যাবো কোন পথ খুঁজে পাই না। তাই সবাই মিলে লক্ষ লক্ষ কুপিবাতি জ্বেলে দেশটাকে আলোকিত করতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার প্রকাশক জহির তৃপ্তি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফজলুল হক সৈকত।