শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :

শাহজাদপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ২৬৭ পাঠক পড়েছে

সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার রাত তিনটার দিকে বগুড়া-নগর মহাসড়কের শাহজাদপুরের হালুয়াঘাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর উত্তরপাড়ার আজগার শেখের ছেলে সাকিব (১৭), আজাদ শেখের ছেলে রাশেদুল ইসলাম (২৬) ও শক্তিপুরের আমজাদ আলীর ছেলে অটোরিকশা চালক আশিক (২০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, অটোরিকশাটি তাড়াশের শাহ জিন্দানী (রঃ) এর ওরশ শরীফে যাচ্ছিল। এটি বগুড়া-নগর মহাসড়কের শাহজাদপুরের হালুয়াঘাটি এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে এর ভেতরে থাকা দুই যাত্রী ও সিএনজির চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যায়।

ওসি বলেন, খবর পেয়ে ভোরে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ লাশ ও গাড়িটি উদ্ধার করে। পরে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580