দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। গত তিন মাসেরও বেশি সময়ের মধ্যে এটিই এক দিনে সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত বছরের ২০ ডিসেম্বর এক দিনে ৩৮ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা আট হাজার ৭৯৭।
এছাড়া এই ভাইরাসে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৫৮৭ জন। গত নয় মাসের মধ্যে এটিই এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত বছরের ২ জুলাই এক দিনে চার হাজার ১৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৮৪ হাজার ৩৯৫ জন। এতে একদিনে করোনা সংক্রমণ শনাক্তের হার ১৩ দশমিক ২৬ শতাংশ।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে নতুন করে ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৮৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৯ হাজার ৮৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫ লাখ ১৪ হাজার ৭৩১টি।