দখলকৃত ফিলিস্তিনি শহর জেরুজালেমে আফ্রিকার প্রথম দেশ হিসেবে দূতাবাস খোলার ঘোষণা দিয়েছে মালাউই। গত মঙ্গলবার (৩ নভেম্বর) ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি অ্যাশকানাজির সঙ্গে সাক্ষাৎকালে মালাউইয়ের পররাষ্ট্রমন্ত্রী আইজেনহওয়ার মাকাকা এ ঘোষণা দেন। ইসরায়েলের সংবাদমাধ্যম মাআরিফ এক খবরে জানায়, আফ্রিকার প্রথম দেশ হিসেবে মালাউই তেল আবিবের বদলে জেরুজালেমে দূতাবাস স্থাপন করবে। খবরে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র ও গুয়াতেমালার পর মালাউই জেরুজালেমে দূতাবাস খোলার ঘোষণা দেওয়া তৃতীয় দেশ। তা ছাড়া ১৯৭৩ সালের ৬ অক্টোবরের যুদ্ধের পরও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করা রাষ্ট্রের একটি মালাউই। ইসরায়েলের সঙ্গে মালাউইয়ের সম্পর্ক সব সময় গভীর বিদ্যমান ছিল। এর আগে গত মাসে মালাউইয়ের প্রধানমন্ত্রী লাজারাস শাকাওয়ারা জেরুজালেমে দূতাবাস খোলার কথা বলেছিলেন। সূত্র : মিড আফ্রিকা টাইমস