পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বই মানুষের জ্ঞানের দরজা খুলে দেয়। নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জানতে বই পড়তে হবে। নিজে বই পড়ার পাশাপাশি অন্যদেরও বই পড়ায় উদ্বুদ্ধ করতে হবে। কারণ জ্ঞান অর্জনে বই পড়ার বিকল্প নেই।
বৃহস্পতিবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী আয়োজিত বইমেলা উদ্বোধনকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
বর্তমান প্রজন্ম বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত হয়ে বই পড়া ভুলতে বসেছে উল্লেখ করে পরিবেশমন্ত্রী বলেন, ফেসবুক বইয়ের বিকল্প নয়। জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে যুগোপযোগী করে গড়ে তুলতে অবশ্যই বই পড়তে হবে। বই পড়ার দিকে বর্তমান প্রজন্মকে আবারো ফিরিয়ে আনতে হবে। এজন্য এ প্রজন্মকে বইমেলায় আনতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানাই।
বড়লেখা নজরুল একাডেমির একজন উপদেষ্টা হিসেবে আর্থিক সহায়তার আশ্বাস দেন মন্ত্রী। তিনি বলেন, এ ধরনের কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।
পরিবেশমন্ত্রীর পক্ষে ফিতা কেটে বইমেলা উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন বড়লেখার ইউএনও মো. শামীম আল ইমরান, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, কথা সাহিত্যিক আকমল হোসেন নিপু, বইমেলা উদযাপন কমিটির আহ্বায়ক জুনেদ রায়হান রিপন প্রমুখ।