গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলায় এলাকায় পিকনিকের বাস উল্টে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ৯ জন আহত হয়েছে। নিহতরা হলো সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামের মোহন মিয়া ও ফিরোজ কবির। \
শুক্রবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালের দিকে বগুড়া থেকে পিকনিকের একটি বাস ফাঁসিতলা অতিক্রম করছিল। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে বাসটি উল্টে যায়। এতে সেখানে দাড়িয়ে থাকা সিএজি ও অটোরিক্সাকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলে মোহন মিয়া ও ফিরোজ কবির মারা যায়। তারা রাস্তার পাশে সিএনজি ও ব্যাপারী চালিত অটোরিক্সায় বসে ছিল। এসময় পিকনিক বাস, সিএজি ও অটোরিক্সা যাত্রীসহ অন্তত ৯ জন আহত হয়। গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা অভিযান চালিয়ে আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ জানান, দুর্ঘটনার পর প্রায় এক ঘন্টা ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশের একটি দল দুর্ঘটনা কবলিত বাসটি অপসারণ করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। তিনি আরও বলেন, আইনী প্রত্রিয়ায় শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।