রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রােডের একটি বাসায় এয়ার কন্ডিশনার মেরামতের সময় ভবন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার সঙ্গে থাকা জাতীয় পরিচয় পত্র থেকে জানা যায় তার নাম আল-আমিন বয়াতি (১৮)। বাবার নাম আ. গনি। বাড়ি বরিশাল উজিরপুরে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নাজিমউদ্দিন রােডের নবাব বাগিচা ৯/জি নম্বর বাসায় এই ঘটনা ঘটে। মুমুর্মু আবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সকাল ১১টার দিকে তাকে মৃত ঘােষণা করেন।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা মাে. মানিক জানান, ৬ তলা বাড়িটির ৫ তলায় ভাড়া থাকেন তিনি। আজ তার বাসার এসি মেরামতের জন্য আসে মিত্রী আল-আমিন ও হেল্পার শাহিন। বাড়ির ৬ তলার ছাদ থেকে রশি বেয়ে ৫তলার বাহির পাশের এসি মেরামত করতে নামার সময় সেখান থেকে নিচে পড়ে যায় আল-আমিন। পরে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মাে. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।