ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহরের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলা ও আগুন দেওয়ার ঘটনা তদন্তে চট্রগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা শহরের ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করে এই বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন।
এসময় তিনি বলেন, জেলা শহরের বিভিন্ন এলাকায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলার বিষয়টির তদন্তের জন্য চট্রগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেনকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৭ কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করবে। ইতিমধ্যে কমিটির সদস্যরা কাজ শুরু করেছে।
এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন, সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, পৌরসভাসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।