মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে হেফাজতে ইসলামের সংঘর্ষের ঘটনায় ৬১৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিরাজদিখান থানার উপ-পরিদর্শক রিমন হোসাইন বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় হেফাজতের নায়েবে আমির মধুপুর পীর আব্দুল হামিদের দুই ছেলে ওবায়দুল্লাহ কাশেমী (৪০) এবং আবদুল্লাহসহ (৩৫) ১৫ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আসামি করা হয় আরও ৬শ জনকে।
সিরাজদিখান থানার পরিদর্শক তদন্ত কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, মুন্সিগঞ্জের সিরাজদিখানে হেফাজতে ইসলাম ও পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের সঙ্গে সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হন। হেফাজতের ডাকা হরতালে রোববার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের বড় শিকারপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল রণক্ষেত্রে পরিণত হয়।
এতে সিরাজদিখান থানার ওসি এসএম জালাল উদ্দিন, এসআই সেকেন্দার আলী ও এএসআই রাজু আহমেদ আহত হন। আহত হন হেফাজতে ইসলামের নায়েবে আমির ও মধুপুর পীর আল্লামা আব্দুল হামিদও। এছাড়া ছাত্রলীগের তুষার, নাজমুল ইসলামসহ দুপক্ষের শতাধিক কর্মী আহত হন।