করোনার আজ ৩৮৯তম দিন। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় প্রাণহানি ৯ হাজার ছাড়াল।
এ সময় ২৬ হাজার ৯৩১টি নমুনা পরীক্ষা করে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৩৫৮ জন। শনাক্তের হার দাঁড়িয়েছে ১৯.৯০ শতাংশ। এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হয়েছে ছয় লাখ ১১ হাজার ২৯৫ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
২০২০ সালের ৮ মার্চ করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার বাংলাদেশ এক বছর পার করেছে। চলতি বছর গত ৭ মার্চ শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে পাঁচ লাখ ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ২ জুলাই চার হাজার ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।
গত বছরের ১৮ মার্চ প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১৯ মার্চ তা সাড়ে আট হাজার ছাড়িয়ে যায়।