করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে যুক্তরাজ্য বাদে পুরো ইউরোপ ও আরও ১২টি দেশ থেকে বাংলাদেশ প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এই ঘোষণা দেওয়া হয়। ৩ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
ইউরোপ বাদে যে ১২টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলো হলো- আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, সাউথ আফ্রিকা, তুরস্ক ও উরুগেয়ে।