এই করোনার মধ্যেও গত তিন মাসে দেশে মোট মোবাইল সংযোগ বেড়েছে। সোমবার প্রকাশিত বিটিআরসির সেপ্টেম্বর পর্যন্ত এক হিসাবে দেখা গেছে, দেশে মোবাইল সংযোগের সংখ্যা ১৬ কোটি ৭১ লাখ ৯ হাজার।
আগস্ট মাসে এই সংখ্যা ছিল ১৬ কোটি ৬০ লাখ ২৮ হাজার, জুলাইতে ১৬ কোটি ৪২ লাখ ৮২ হাজার আর জুনে ছিল ১৬ কোটি ১২ লাখ ৯৫ হাজার। তবে সংখ্যাটা মে মাসের চেয়ে কয়েক লাখ কম। কেননা মে মাসে সংযোগ ছিল ১৬ কোটি ১৫ লাখ ৬ হাজার।