গেল বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। যদিও তার আগেই সারাবিশ্বে ছড়িয়ে পড়া এই মহামারিতে লাখো মানুষের মৃত্যুর খবর সবাইকে বিচলিত করে তোলে। করোনায় বন্ধ হয়ে যায় পবিত্র কাবাসহ মসজিদ, ধর্মীয় উপাসনালয়। লকডাউনের কবলে পড়ে উন্নত বিশ্বের অনেক দেশ। বাংলাদেশে ২৬ মার্চ থেকে লকডাউন দেয়া হয়। ২৭ মার্চ সাংবাদিক, গীতিকবি মিজান মালিক লিখেছিলেন ‘প্রার্থনা’শিরোনামে একটি গান। এতে কণ্ঠ দেন শিল্পী খালেদ মুন্না ও প্রীতম।
বছর ঘুরে আবারও করোনার থাবা। করোনাকালে মিজান মালিকের লেখা আরেকটি গান ‘শুভ্র পৃথিবী’ দুই সপ্তাহ আগে তার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে রিলিজ পেয়েছে। গানটি গেয়েছেন এই প্রজন্মের শিল্পী কামরুজ্জামান রাব্বী। এই গানটিও বেশ আলোচনায় এসেছে। গানের কথায় জন্মের পর চেনা পৃথিবীকে আগের রূপে দেখতে চান।
গান দুটির বিষয়ে সাংবাদিক মিজান মালিক বলেন, দেশে করোনা কাল শুরু হলে সবার মতো আমারও মন বিষণ্ণ হয়ে উঠে। মানুষের মৃত্যুর মিছিল, নির্ঘুম রাত, কষ্টের প্রহর-এসব দেখে মন ব্যথাতুর হয়ে উঠে। আমি গানের কথা ‘প্রার্থনা’য় তুলে ধরি আমার আকুতি। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তুমি বিশ্ববাসীর মাথার ওপর থেকে এই মহামারী তুলে নাও। ‘শুভ্র পৃথিবী’ গানেও হাহাকার উঠে এসেছে। চেনা পৃথিবী যেনো আর অচেনা এভাবে না থাকে।