চাঁদপুরের মেঘনা নদীতে জাটকা ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার সদর উপজেলার হানারচর সংলগ্ন মেঘনা নদী থেকে আলমগীর হাওলাদার, মোহাম্মদ আলী দেওয়ান নামের দুই জেলের এবং সোমবার বিকেলে মুনসুর আলী বেপারী নামের আরেক জেলের মরদেহ উদ্ধার করা হয়। তাদের সবার বাড়ি সদর উপজেলার গোবিন্দিয়া গ্রামে। তবে এ ঘটনায় এখনো আরও দুইজন নিখোঁজ রয়েছেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, সোমবার ঝড়ের কবলে পড়ে কয়েকজন নিখোঁজ হন। এ পর্যন্ত তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনকে গতকাল এবং দু’জনকে সকালে হানারচরের নৌপুলিশ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় নিষেধাজ্ঞা অমান্য করে কয়েকজন জেলে নদীতে জাটকা ধরতে নামেন। হঠাৎ করে ঝড় শুরু হলে তারা সবাই ঝড়ের কবলে পড়ে নদীতে ডুবে যান। খবর পেয়ে সোমবার সকাল থেকে চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস ও নৌপুলিশ উদ্ধার অভিযান শুরু করে। পরে বিকেলে সাড়ে চারটায় ফায়ার সার্ভিসের সহযোগিতায় গাজীনগর সংলগ্ন মেঘনা নদী থেকে জেলে মুনসুরের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে । এরপর মঙ্গলবার সকালে আরও দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়।