দেশের শোবিজ অঙ্গনে করোনার প্রকোপ যেন বেড়েই চলছে। এবার মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এস এম মহসীন।
অবস্থার অবনতি ঘটায় সোমবার (৫ এপ্রিল) রাজধানীর ইমপালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে তাকে।
এর আগে কোভিড-১৯ পজিটিভ আসার পর তাকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
খবরটি নিশ্চিত করেছেন নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টর গিল্ডের সাধারণ সম্পাদক এসএম কামরুজ্জামান সাগর।
উল্লেখ্য, চার দশকের বেশি সময় ধরে মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করছেন এস এম মহসীন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য বিভাগ অনুষদের সদস্য হিসেবেও কাজ করেছেন তিনি। জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসাবে যুক্ত ছিলেন এই অভিনেতা। দীর্ঘদিন পালন করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্ব।
অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২০ সালে একুশেও ভূষিত হন গুণী এই অভিনেতা। পেয়েছেন আরও নানান সম্মাননা।