রাজধানীর নিউমার্কেট এলাকায় বুধবার সকালে যাত্রীবাহী বাসের ধাক্কায় গোলাম মোস্তফা (৬০) নামের এক অটোরিকশাচালক মারা গেছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সকাল সোয়া সাতটার দিকে ঠিকানা পরিবহনের যাত্রীবাহী একটি বাস পেছন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গেলে চালক গোলাম মোস্তফা আহত হন। পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি সপরিবার রামপুরা এলাকায় থাকতেন।
পথচারী শিপু হালদার হাসপাতালে সাংবাদিকদের বলেন, ঠিকানা পরিবহনের বাসটি আজিমপুরের দিকে যাচ্ছিল। অটোরিকশাচালক মোস্তফা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে সেখান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোলাম মোস্তফার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।