করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান। স্বাস্থ্যবিধি অনুযায়ী বর্তমানে আইসোলেশনে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান।
করোনায় আক্রান্ত হওয়ার ব্যাপারে আকরাম খান শনিবার সকালে বলেন, ‘তেমন কোনো উপসর্গ নেই। গতকাল রেজাল্ট পেয়েছি। আমার জন্য দোয়া করবেন।’
কয়েকদিন ধরে মৃদু উপসর্গ দেখা দেওয়ায় করোনা পরীক্ষা করেন আকরাম খান। শুক্রবার রাতে পরীক্ষার ফলাফল পজিটিভ আসে তার।