লকডাউনে উচ্চ আদালতের ৩৫টি ভার্চুয়াল বেঞ্চ রাখতে প্রধান বিচারপতিকে স্মারকলিপি দিয়েছে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ।
স্মারকলিপিতে দেশের সব ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণের সুযোগ, আসামির জামিন শুনানি, নতুন মামলা ফাইলিং ও শুনানির ব্যবস্থা করাসহ সব মামলা জেলা ও দায়রা জজ আদালত ও ট্রাইব্যুনালে সব ধরনের শুনানির ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।
রোববার সকালে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন মেহেদী প্রধান বিচারপতিকে এ স্মারকলিপি দেন। পরে এই দাবি বাস্তবায়নে আইনজীবী সমিতির সামনে মানববন্ধন করেন আইনজীবীরা।
মানববন্ধনে সাধারণ আইনজীবী পরিষদের আহ্বায়ক ও সুপ্রিম কোর্ট আইনজীবী সাবেক সম্পাদক অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন মেহেদী বলেন, কোনো অবস্থাতেই সাংবিধানিক আদালত বন্ধ থাকতে পারে না। বিচার প্রার্থী জনগণের মতো বিচার নিশ্চিত করতে আদালত চালু রাখতে হবে। করোনায় ৩৫টি ভার্চুয়াল বেঞ্চ চালু রাখার সক্ষমতা আছে সুপ্রিম কোর্টের। এটা আগে প্রমাণিত হয়েছে।
মানববন্ধনে অ্যাডভোকেট মামুন মাহবুব, অ্যাডভোকেট রফিকুল হক তালুকদার রাজা, অ্যাডভোকেট মাসুদ রানা, অ্যাডভোকেট এ আর রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ৪ এপ্রিল কঠোর নিষেধাজ্ঞার মধ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের চারটি বেঞ্চে ভার্চুয়ালি বিচার কাজ চলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সপ্তাহের মঙ্গল ও বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি বসবেন। একইসঙ্গে দেশের নিম্ন আদালতগুলোতে জরুরি বিষয় শুনানির জন্য শুধু একজন ম্যাজিস্ট্রেট বিচারকাজ পরিচালনা করবেন। সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতিদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে প্রধান বিচারপতি এ সিদ্ধান্ত নেন।