হেফাজতে ইসলামের হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৪ থানায় ৫১টি মামলা দায়ের করা হয়। এসকল মামলায় গত ২৪ ঘন্টায় ৬০ জনসহ মোট ১৬৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ভাঙচুর ও অগ্নিযোগের ঘটনায় ৪৫টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও সরাইল থানায় ২টি আশুগঞ্জ থানায় ৩টি ও আখাউড়া রেলওয়ে থানায় ১টি মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, দায়েরকৃত ৫১টি মামলায় ২৮৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা প্রায় ৩৫ হাজার লোককে আসামি করা হয়েছে। এ সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ১৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, হামলার সময় বেশ কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। পুলিশ এসব ভিডিও ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা অব্যাহত আছে।