সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিন নোয়াখালীতে কিছুটা ঢিলেঢালাভাবে চলছে। ১৪ এপ্রিল শুরু হওয়া লকডাউনের প্রথম দুই দিনের তুলনায় তৃতীয় দিন শুক্রবার বাজার ও সড়কগুলোতে সিএনজি অটোরিকশাসহ ছোটখাটো যানবাহন এবং মানুষের উপস্থিতি বেড়েছে।
মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে মাঠে কাজ করছে জেলা প্রশাসন। বিভিন্ন সড়কে পুলিশের টহল অব্যাহত রয়েছে। জেলায় নতুন করে ৩৯টি নমুনা পরীক্ষায় করোনায় শনাক্ত হয়েছেন ১০ জনের শরীরে। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ হাজার ৮২৩ জন, যার মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৭০ জন আর মারা গেছেন ৯৯ জন।
শুক্রবার সকালে জেলা শহর ও পার্শ্ববর্তী কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, জেলা শহরে মানুষের উপস্থিতি কম থাকলেও শহরের বাইরের বাজারগুলোতে মানুষের উপস্থিতি ছিল লক্ষ করার মতো। যাদের মধ্যে বেশির ভাগ মানুষই স্বাস্থ্যবিধি মানছেন না।
এদিকে লকডাউনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ভ্রাম্যমাণ আদালতের ১০টি দল অভিযান চালিয়ে লাকডাউনে সরকারি আইন অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৮৭টি মামলায় ৭৫ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড করেছেন। একই সঙ্গে জনসাধারণকে সরকার নির্দেশিত লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।