নিজস্ব প্রতিবেদক
ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া মামলায় সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশিদ সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুর থানায় ২০২০ সালে ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
হারুন অর রশিদ বলেন, মামুনুল হককে দীর্ঘদিন ধরেই নজরদারিতে রাখা হচ্ছিল। মোহাম্মদপুর থানায় ভাঙচুরের একটি মামলা ছিল। সেই মামলায় তিনি এজাহার নামীয় আসামি। তদন্তের তার বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। প্রমাণের ভিত্তিতে আজ দুপুর ১টার দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, বেশ কিছুদিন যাবৎ সারা বাংলাদেশে হেফাজতের আন্দোলন থেকে থানা ভাঙচুর করা হয়েছে। সেসব ঘটনায় মামলা হয়েছে। মামুনুল হক বক্তব্য দিয়ে উদ্বুদ্ধ করেছেন। পল্টন থানায় হামলা হয়েছে। পল্টন থানা ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় নাশকতার মামলা, ভাঙচুরের অভিযোগে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে। আগামীকাল মামুনুল হককে আদালতে পাঠানো হবে।