ভারতের রাজধানী দিল্লিতে ছয় দিনের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে দেশটির রাজ্যসরকার। আজ রাত ১০টা থেকে শুরু হয়ে চলবে আগামী ছয় দিন পর্যন্ত।
সোমবার দুপুরে গণমাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে, ভারতে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। দেশটিতে প্রতিদিনই রেকর্ড ভাঙছে সংক্রমণ ও মৃত্যুতে।ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৭৩ হাজার ৮১০ জন। প্রতিটি রাজ্যেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। শীর্ষে মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৮ হাজারের বেশি মানুষ। রাজধানী দিল্লির অবস্থাও বেশ খারাপ। সেখানে একদিনে আক্রান্ত ২৫ হাজার ৪৬২ জন।
অরবিন্দ কেজরিওয়াল জানান, দিল্লির পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। যার কারণে লকডাউন দিতে বাধ্য হচ্ছে তার প্রশাসন।
এ সময় শুধু সরকারি অফিস এবং জরুরি পরিষেবামূলক প্রতিষ্ঠান ছাড়া সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান লকডাউনের আওতায় পড়বে বলে জানান তিনি।