বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :

করোনা কেড়ে নিল আরও এক পুলিশ সদস্যের প্রাণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ২৪৫ পাঠক পড়েছে

করোনায় জীবন দিলেন পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা কনস্টেবল মো. মোশারফ হোসেন (৪৬)। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৯৩ জন পুলিশ সদস্য মারা গেছেন।

বৃহস্পতিবার পুলিশ সদরদফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সদরদফতর থেকে বলা হয়েছে, মো. মোশারফ হোসেন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তার জন্ম চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার আশ্বিনপুর গ্রামে।

আরও জানানো হয়, পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

কনস্টবল মো. মোশারফ হোসেন মৃত্যুতে শোক প্রকাশ করছে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড.বেনজীর আহমেনদ। আইজিপি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

উল্লেখ্য, বর্তমান করোনাকালে জনগণকে সুরক্ষা সেবা দিতে গিয়ে ৯৩ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।

 

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580