মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সম্ভাব্য বিজয়ে বরিশালের গৌরনদী উপজেলায় ভূরিভোজের আয়োজন করা হয়েছে।
গৌরনদী সুপার মার্কেটের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ দেড় শতাধিক মানুষকে আমন্ত্রণ করে ভূরিভোজ করানো হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন গৌরনদী সুপার মার্কেটে এক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে জো বাইডেনের বিজয় উদযাপন করেন তারা।
গৌরনদী সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম সরদার বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অভিবাসী হিসেবে প্রায় ছয়-সাত লাখ বাংলাদেশি বসবাস করেন।
ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির চার বছরে গোটা দেশকে একধরনের মেরুকরণের দিকে ঠেলে দিয়েছেন। ট্রাম্প প্রশাসনের সময় বেশকিছু বিতর্কিত সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাতিগত অবিচার দেখা গেছে। অনেক মানুষ বর্ণবাদের শিকার হয়েছেন। তাছাড়া ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির চার বছরে যুক্তরাষ্ট্র প্রথাগত পররাষ্ট্রনীতির অবস্থান থেকে অনেকখানি দূরে সরে গেছে।
এ সময়ে ট্রাম্প প্রশাসন এমন সব পদক্ষেপ নিয়েছে, যা ওয়াশিংটনের দিক থেকে আগে কখনও ভাবা যেত না। এ ক্ষেত্রে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির বিষয়টি উল্লেখ করলেই বোঝা যায়, কতটা ভিন্ন পথে হেঁটেছে ওয়াশিংটন। ডোনাল্ড ট্রাম্প ফের ক্ষমতায় এলে এ ধারা অব্যাহত থাকতো নিঃসন্দেহে। ট্রাম্প একজন অসুস্থ মানুষ। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে মন্দ প্রেসিডেন্ট।