আগামীকাল রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খোলার সিদ্ধান্তের পরই রাজধানীতে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এর ফলে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের দুই ফেরিঘাটে দক্ষিণবঙ্গ থেকে ঢাকামুখী মানুষের চাপ কিছুটা বাড়তে শুরু করেছে।
সরকার ঘোষিত ‘সর্বাত্মক লকডাউনে’ যাত্রী চলাচল কিছুদিন ধরে শিথিল থাকলেও মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায় আজ শনিবার সকাল ১০টা থেকে দক্ষিণবঙ্গ থেকে ঢাকায় ফেরা মানুষের সংখ্যা বাড়তে দেখা গেছে।
এদিকে, নৌরুটে কেবল লকডাউনের আওতামুক্ত যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে বলে জানিয়েছে ফেরিঘাট কর্তৃপক্ষ। এ ছাড়া স্পিডবোট ও লঞ্চ চলাচল পুরোপরি বন্ধ রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, যাত্রীদের সংখ্যা বাড়লেও অত্যধিক চাপ পড়েনি। বহরে থাকা ১৭টি ফেরির মধ্যে বর্তমানে নৌরুটে পাঁচটি ফেরি সচল রয়েছে। এসব ফেরি দিয়ে লকডাউনের আওতামুক্ত জরুরি পণ্য ও ব্যক্তিগত যানবাহন পারাপার করা হচ্ছে।