নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আলেয়া বেগম (৩৬) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ২টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, নারায়ণগঞ্জে একই পরিবারের ছয় জন দগ্ধ ছিল। গত ২৩ এপ্রিল আলেয়া বেগমকে আইসিইউতে নেওয়া হয়। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। রাত ২টায় তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শুক্রবার (২৩ এপ্রিল) ভোর ৬টার দিকে ফতুল্লার তল্লা এলাকার মডেল গার্মেন্টসের দক্ষিণ পাশে স্থানীয় মফিজুল ইসলামের তিনতলা বাড়ির তৃতীয় তলায় বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হন। তাদের মধ্যে ছয় জন একই পরিবারের। ওই পরিবারের দগ্ধ অন্যরা হলেন- হাবিব, মিম আক্তার, লিমন, সামেত্ব এবং দেড় মাসের শিশু মাহির।