রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে কাঁচামালের গাড়িতে আনা ১৪২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
মঙ্গলবার র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। আটক মাদক ব্যবসায়ীরা হলেন- মো. সুমন (২৭) ও মো. শহিদ (৩০)।
মো. আবদুল্লাহ আল মামুন বলেন, মঙ্গলবার ভোরে র্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সীমান্তবর্তী এলাকা থেকে একটি কাঁচামাল ভর্তি পিকআপ গাড়িতে করে ফেনসিডিলের বড় চালান গাবতলী বেড়িবাঁধ হয়ে হাজারীবাগ থানা এলাকায় আসছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর দলটি ভোর সাড়ে ৫টার দিকে হাজারীবাগ শহীদ শেখ রাসেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে। পরে চেকপোস্ট থেকে এই দুই মাদক ব্যবসায়ী আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪২ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ করা হয়।
তিনি বলেন, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান- রাজধানীতে নেশা জাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব পন্থায় নিত্য নতুন কৌশলে সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসা ফেনসিডিল অল্প দামে কিনে ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে চড়াদামে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন তারা।
আটকদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এএসপি মো. আবদুল্লাহ আল মামুন।