মে মাসের মধ্যেই রাশিয়া থেকে ৪০ লাখ ডোজ ‘স্পুটনিক ফাইভ’ করোনাভাইরাসের টিকা আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।
মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। এসময় অ্যাস্ট্রাজেনেকার টিকার পাশাপাশি এই টিকাটি বাংলাদেশে দেওয়া হবে বলে জানান তিনি।
মাহবুবুর রহমান জানান, ‘স্পুটনিক-ফাইভ ছাড়াও চীনের সিনোফার্মের (চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ) বিষয়েও কাজ করছি আমরা। যে ভ্যাকসিন দেশের জন্য প্রয়োজন, বিভিন্ন উৎস থেকে সেটি পাওয়ার চেষ্টা করছি।’
তবে যারা অ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়েছেন, তারা দ্বিতীয় ডোজ হিসাবে অ্যাস্ট্রাজেনেকার টিকাই পাবে বলে জানান তিনি।