আবারও সমালোচনার মুখে সুইডিশ ফুটবল তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। বেটিং কোম্পানির সঙ্গে তার আর্থিক যোগসাজশের অভিযোগ ওঠায় এবার উয়েফা তদন্ত কমিটি নিয়োগ দিয়েছে তার বিরুদ্ধে।
চলতি মাসের শুরুতে সুইডিশ সংবাদমাধ্যম অ্যাফটোনব্লেডেট রিপোর্ট করেছে, বেটিং কোম্পানি বেথার্ডের মালিকানা স্বত্তের অংশীদার তিনি। ২০১৮ সাল থেকে কোম্পানিটির সঙ্গে সম্পর্ক রয়েছে তার।
ফিফার কোড অব এথিক্স অনুযায়ী, কোন ফুটবলার ম্যাচ অথবা কোন রকম প্রতিযোগিতা নিয়ে বাজি, জুয়া, লটারি বা এরকম কোন কার্যকলাপের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না। ইব্রার বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় এবার আনুষ্ঠানিকভাবে উয়েফা তদন্ত কমিটি নিয়োগ দিয়েছে।
যদি তদন্তে ইব্রার বিরুদ্ধে আনা অভিযোগ সত্যি প্রমাণিত হয়, তাহলে ১ লাখ সুইস ফ্রাঁ জরিমানার পাশাপাশি সব রকম ফুটবলীয় কার্যকলাপ থেকে কমপক্ষে ৩ বছর নিষিদ্ধ হতে পারেন এই সুইডিশ তারকা। গেল সপ্তাহে নিজের ৪০তম জন্মদিনে এসি মিলানের সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ইব্রাহিমোভিচ।