চট্টগ্রামের বহির্নোঙরে ইঞ্জিন বিকল হয়ে ডুবে যাওয়া জাহাজ এমডি পিংকি বাল্কহেড থেকে ৫ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
শুক্রবার সকালে কোস্টগার্ড সদর দপ্তরে মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার আমিরুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
শুক্রবার ভোর সাড়ে ৩টায় এমভি পিংকি নামের একটি বাল্কহেড কর্ণফুলী নতুন ব্রিজ থেকে ভাষানচর আশ্রয়ণ প্রকল্পে পাথর নিয়ে যাওয়ার সময় বহির্নোঙর থেকে দেড় নটিক্যাল মাইল দক্ষিণে যাওয়ার পর ইঞ্জিনটি বিকল হয়ে যায়।
এ সময় বাল্ক হেডটি ভাসতে ভাসতে অন্য আরেকটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। পরে সকাল সাড়ে ৭টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা জাহাজের পাঁচজনকে জীবিত উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।