রাজধানীর ক্যান্টনমেন্ট মাটিকাটা এলাকা থেকে বিপুল পরিমাণ সরকারি ন্যায্যমূল্যের চাল ও আটাসহ চক্রের ৯ সদস্যকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার ভোর ৫টা পর্যন্ত রাজধানীর ক্যান্টনমেন্ট মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৪।
আটককৃতরা হলেন কাদের শিকদার, অমি ইসলাম, বারেক, কামাল হোসেন, উজ্জ্বল হোসেন, শাহীন, জুয়েল, জাবেদ ও সালমান।
র্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে দেশব্যাপী দরিদ্র জনসাধারণের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ন্যায্যমূল্যের খাদ্যসামগ্রী বিতরণ চলছে। এই পরিস্থিতির মধ্যেও ন্যায্যমূল্যের খাদ্যসামগ্রী কালোবাজারিতে বিক্রি হচ্ছে।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টায় জানতে পারি ক্যান্টনমেন্ট মাটিকাটা এলাকায় কিছু অসাধু লোক সরকারের ন্যায্যমূল্যের খাদ্যসামগ্রী কালোবাজারিতে বিক্রি করছে। এই সংবাদের ভিত্তিতে র্যারের একটি দল বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার ভোর ৫টা পর্যন্ত ক্যান্টনমেন্ট মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের বরাতে মোজাম্মেল হক বলেন, তারা দীর্ঘদিন ধরে কালোবাজারিতে ন্যায্যমূল্যের চাল ও আটা বিক্রি করে আসছিল।
জিজ্ঞাসাবাদে জানায়, চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সরকার ঘোষিত ন্যায্যমূল্যের চাল ও আটার বস্তা সংগ্রহ করে রাজধানীসহ আশপাশের এলাকায় বিক্রি করে।
এ অভিযানে ৩১ হাজার ৩০০ কেজি চাল, ৮ হাজার কেজি আটা, তিনটি ট্রাক, দুটি ওজন পরিমাপক মেশিন ও একটি বস্তা সেলাইয়ের মেশিন জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।