বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব : হেফাজতের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে থানায় এমপির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ২৮৯ পাঠক পড়েছে

গ্রেপ্তার দাবির পর এবার নিজেই হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা সাজিদুর রহমান ও সাধারণ সম্পাদক মুফতি মুবারক উল্লাহর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকাতাদির চৌধুরী।

শনিবার সন্ধ্যায় সংসদ সদস্য মোকতাদিরের পক্ষে পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল জব্বার মামুন এজহারটি সদর থানায় জমা দেন।

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় হেফাজতের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে এটিই প্রথম কোনো লিখিত অভিযোগ দেওয়া হলো থানায়। এজহারে সাজিদুর রহমান ও মুবারক উল্লাহসহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড়শ জনকে আসামি করা হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান এজাহার পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এজহারে উল্লেখ করা হয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে গত ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় নারকীয় তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তারা সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও পরিকল্পনার অংশ হিসেবে আগ্নেয়াস্ত্র ও গান পাউডারসহ বিভিন্ন দাহ্য পদার্থ ব্যবহারের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ ক্ষতিসাধন করে।

এজহারে আরো বলা হয়, মাওলানা সাজিদুর রহমান ও মুফতি মুবারক উল্লাহসহ অন্যান্য আসামিদের নির্দেশে বিভিন্ন ফেসবুক পেজ, আইডি ও নিউজ পোর্টালে সাইবার সন্ত্রাস সংগঠিত করে রাষ্ট্রদ্রোহিতামূলক, বিদ্বেষ ও ঘৃণামূলক স্ট্যাটাস দিয়ে জনসাধারণের মাঝে উত্তেজনা সৃষ্টি করা হয়। এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে।

 

 

 

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580