মাদারীপুরের শিবচর উপজেলায় পদ্মা নদীতে বালুবোঝাই বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষে ২৬ জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন।
সোমবার সকাল ৭টার দিকে বাংলাবাজার ফেরিঘাট সংলগ্ন কাঁঠালবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবচরের বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক আশিকুর রহমান জানান, মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ৩০ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি বাংলাবাজার ফেরিঘাটের দিকে যাচ্ছিল। বাংলাবাজার ফেরিঘাটের পুরাতন কাঁঠালবাড়ি ঘাটের কাছাকাছি আসার পর স্পিডবোটটির সঙ্গে বালুবোঝাই একটি বাল্কহেডের সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি উল্টে যায়।
তিনি জানান, ঘটনার পর থেকেই স্থানীয়দের সহায়তায় ট্রাফিক পুলিশ ও নৌপুলিশ উদ্ধার অভিযান শুরু করে। এ পর্যন্ত ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলছে।
এ ছাড়া শিবচর ফায়ার সার্ভিসের ইনচার্জ শ্যামল বিশ্বাস বলেন, স্পিডবোটটি মাওয়া থেকে যাত্রী নিয়ে কাঁঠালবাড়ি ঘাটের দিকে যাচ্ছিল। এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিনজন শিশু ও একজন নারী রয়েছে। মরদেহগুলো পুরান কাঁঠালবাড়ি ঘাটে রাখা হয়েছে। ফায়ার সার্ভিস ও নৌপুলিশ বাকিদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।